![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipCIT_9LD09yYfCRqrsVj02w-sXSRRTtMQKO6SNw9IlCShhTYJc_uqTIRY27HgvXKffRayoTlTksOJjwJl7CqwsSYsJ6BkoYLxhsSQwX7KmImSPbKFtrWA91HsDD4Y96dYGjavOSGvzmU/s320/F22CE983-B2E5-49D4-8242-0ED2F781AD65.jpeg)
নিচে এই বই টির ডাউনলোড করার লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
রাসুল সাঃ এর 24 ঘন্টা
প্রকাশকঃ পিস পাবলিকেশন।
বই খানি একটি চমৎকার বই। যাতে বর্ণিত হয়েছে, নবী সঃ এর শৈশব থেকে শুরু করে কৈশোর-যৌবন নবুয়ত জীবনের ঘটনাবলী সব বিস্তারিত বর্ণিত হয়েছে । যায় দিকে জীবনীগ্রন্থ, অন্যদিকে তিনি কীভাবে তার 24 ঘন্টা সময় কর্তৃত্ব করেছেন তা সম্পর্কে জানা যায়।
যৌথ মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, অনুসরণ করার জন্য। তাই তার জীবন অনুসরণ করতে হলে, আমাদেরকে অবশ্যই তার জীবন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণের মাধ্যমে রয়েছে আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ। দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনকে কল্যাণকর করতে হলে আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে।
বইটির মধ্যে থেকে আমরা জানতে পারব, কিভাবে মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন অতিবাহিত হয়েছে, কীভাবে তিনি পরিবার জীবনকে অতিবাহিত করেছেন, তিনি তাঁর পরিবারের সাথে কি ধরনের আচরণ করেছেন। তাই আমি মনে করি বইটি আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
নিচে এই বই টির ডাউনলোড করার লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
0 Comments: