বই:গল্প গুলো অন্যরকম
লেখক আরিফ আজাদ
বুক রিভিউ বই:গল্প গুলো অন্যরকম
প্রকাশক:সমকালীন প্রকাশন
মুল্য:২৯০ টাকা,(প্রচ্ছদ)
মানুষের জীবনে নানান গল্প নানান ভাবে ঘটে থাকে।কেউ সেই গল্পকে লেখা আকারে রুপ দেয় কেউবা হৃদয়েই রেখে দেয়।সেই গল্প গুলোতে থাকে হাসি,কান্না,ভালবাসা,আবেগ।কিছু গল্প জীবনকে অন্যরকম করে তোলে আর সেইরকমই কিছু নির্ধারিত গল্প নিয়েই রচিত,"গল্প গুলো অন্যরকম" ছোটবেলা থেকে গল্প পড়ার বড় ইচ্ছে ছিল।
খুব গল্প পড়তাম এখনো পড়ি।একপ্রকার ভাল লাগা কাজ করে যেকোন গল্পের বই কিংবা শিক্ষণীয় বইয়ের প্রতি।সেদিন বিকেলে আনমনে বসে ছিলাম।টেবিলে চোখ পড়তেই "গল্প গুলো অন্যরকম" বইয়ের উপর চোখ পরলো।ব্যাস,বই নিয়ে বসে পড়লাম।টানা তিন ঘন্টায় বইটি পড়ে শেষ করে ফেলেছি।বইটি সম্মিলিত ভাবে লিখা হয়েছে।অল্প বেশি প্রায় সবারই লেখা ঠাই পেয়েছে এই বইয়ে।বইটি পড়তে গিয়ে আমার অনুভুতি হচ্ছে, বইটি পড়ে কখনো আনন্দ অশ্রু ফেলেছি,কখনো বা কষ্টে কেদেছি।কিছু গল্প পড়ে গা শিউরে উঠেছে।আর কিছু গল্প ঈমানী শক্তিকে আরো জাগ্রত করেছে।বইটির সব কয়টি গল্পতেই কম বেশি শিক্ষণীয় দিক রয়েছে।লেখক ও লেখিকা বৃন্দ গল্প গুলোকে যেভাবে উপস্থাপন ও অনুবাদ করেছেন সত্তিই বইটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। বইটির প্রচ্ছদ,বাইন্ডিং,কালার কম্বিনেশন সবই প্রশংসনীয়
ধন্যবাদ জানাচ্ছি সমকালীন প্রকাশনের পুরো টিমকে,আমাদের হাতে বইটি তুলে দিয়ে তারা কিছু গল্পকে প্রাণবন্ত করে তুলেছেন। প্রথম রিভিউ,অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন।এই প্রত্যাশায়...বারাকাল্লাহু ফি
এইখানে পি ডি এফ
বোধ আরিফ আজাদ পি ডিএফ ক্লিক করুন
দ্বিতীয় বিয়ে গল্পগুলো অন্যরকম আজাদ পি ডিএফ ক্লিক করুন
চেরিফুল আফিফা আবেদিন পিডিএফ
১ম পর্বের লিংক -https://youtu.be/JcOC2coHp14
২য় পর্বের লিংক -https://youtu.be/RYLJhQ4NmUE
৩য় পর্বের লিংক -https://youtu.be/hgRPWVl4kfs
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
আরিফ আজাদশীঘ্রই এই বইটির পি ডিএফ আপলোড দিব ইনশাল্লাহ ...আমার কাছে যেটা আছে সেটা মাত্র ৭ পেইজের ...তাই দিলাম না ...পুরোটা পেলে আপলোড দিব ইনশাল্লাহ
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ।
১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে।
আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।
জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজনো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি… একটি গল্পের কিয়দংশ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। একবার আমাদের বাসায় আমার এক বড়োলোক খালা এলেন বেড়াতে। খালা বোরকা পরেন, সাথে ছিল কালো জর্জেট কাপড়ের ওপরে যশোরের কাঁথা-স্টিচের কাজ করা খুব সুন্দর ওড়না৷ কথায় কথায় মা জানতে চাইলেন খালার কাছে, এই ওড়না কোথায় পাওয়া যায় আর দামই বা কেমন৷ খালা দোকানের নাম-ঠিকানা, দাম সবই বললেন, দাম শুনে মা চুপসে গেলেন৷ আমার চোখে চোখ পড়ায় শুধু বললেন, ‘তোর আন্টির ওড়নাটি সুন্দর, না?’ টিউশনি করতাম তিনটি৷ একটি টিউশনি থেকে দেড় হাজার টাকা পেতাম৷ সেই টিউশনির বেতনের প্রায় পুরো টাকাটা খরচ করে মায়ের জন্য ঠিক সেই ডিজাইনের একটি ওড়না কিনলাম৷ বাসায় ফিরে মাকে প্যাকেটটি দিয়ে ইশারায় বললাম খুলে দেখতে৷ মা খুলে চোখ কপালে তুলে ফেলল। আমাকে কিছুক্ষণ বকাবাদ্য করে নিজেই গিয়ে আয়নার সামনে দাঁড়াল। নতুন ওড়নার ভাঁজ খুলে গায়ে জড়াল। আমি পাশের রুম থেকে মায়ের আনন্দ-অশ্রু লুকানোর প্রাণপণ চেষ্টা দেখছিলাম৷ গল্পগুলো কেন অন্যরকম ? কি এমন আছে এর মধ্যে ? জি আছে, অন্যরকম কিছু। আসলেই অন্যরকম গল্পগুলো! আপনার বোধকে ছুঁয়ে যাবে অনেক গভীর থেকে। চোখের কোণে জলকে আটকিয়ে রাখতে কষ্ট হবে । নতুন করে নিজের জীবনাচার ও চারপাশকে ভাবতে শিখাবে । অন্যরকম গল্পে অন্যরকম অনভূতি। নিজের ভিতরের আমিকে নতুন করে আবিষ্কার করুন- পড়ুন অন্যরকম গল্পগুলো
জীবনকে তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে, সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন একেকটি গল্প। প্রতিটি বাঁক একেকটি উপখ্যান। জীবনকে আমারা একটি শ্রাবণমুখর সন্ধ্যা ও বলতে পারি __ যেখানে ঝুম_বৃষ্টির শব্দ শোনায় গল্পের মতো, ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনির মতো লাগে জীবন্ত। জীবন কি তাহলে বয়ে চলা নদী কিংবা আকাশ ভেঙ্গে ঝরঝর করে নেমে আসা কোন শ্রাবণ_দিনের বৃষ্টি ? জীবন কি নিছক উথাল_পাতাল কোন তরঙ্গের ভেলকি কিংবা গা শীতল করা কোন স্নিগ্ধ বাতাসের সুর? না । জীবন এর চেয়ে বেশিকিছু। জীবন এর চেয়ে বেশি দুরন্ত, বেশি চঞ্চল আর বেশি আকস্মিক। জীবনের কাছে গল্প মাঝে মাঝে তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি আকস্মিক হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা_প্রতি_ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এইজন্যই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজানো “গল্পগুলো অন্যরকম” বইটি…… কেমন যেন!কখনো হাসায় কখনো কাঁদায়, কখনো আবেগের ভেলায় ভাসিয়ে নিয়ে যায়। কিংবা ভাবনার অতল সমুদ্রের ডুবিয়ে নিয়ে যায়। সিহিস্তা শরীফা আপুর ‘আঁধার মাধে আলোর পরশ’ পর্বের এই অংশ টা ভালোলাগায় ছুঁয়ে গেছে। “নিকষ আঁধারে কিছু দেখা যাচ্ছে না। অন্ধের মতো হাতড়ে সামনে এগোচ্ছে সিয়াম। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর হঠাৎ সামনে একটা দরজা খুলে গেল। ওপাশে চোখ ধাঁধানো তীব্র আলো! চোখ মেলে তাকানো যাচ্ছে না।ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন দেখছিল সে।বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাসটার দিকে হাত বাড়াতেই আপুর সেই বইটা চোখে পড়ল। একবার ঘুম ভেঙে গেলে সহজে আর ঘুম আসে না সিয়ামের। বইটাও কেন যেন পড়তে ইচ্ছে হচ্ছে তার। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরেও যখন ঘুম আসছিল না আলো জ্বেলে শুয়ে শুয়েই বইটা পড়ে যেতে লাগল সে। পড়তে পড়তে কখন যে বইয়ের মাঝে হারিয়ে গেল, নিজেও টের পেল না। কোন ইসলামী বই যে এত ইন্টেরেস্টিং হতে পারে, জানা ছিল না আগে।দুর্বোধ্য তত্ত্বকথায় ভরপুর ইসলামী বই নয় এটা, অন্যরকম একটা বই। গল্পে গল্পে ইসলামের ছোঁয়া, গল্পগুলো অন্যরকম। অজানাকে জানার আগ্রহ তৈরি করে দেওয়ার জন্য, পারিপার্শ্বিকতা সম্পর্কে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। পড়তে পড়তে নিজের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি শুরু হলো। মাথার ভেতর কে যেন বলছে ‘পড়ো, আরও পড়ো! “ হ্যাঁ সত্যিই কোন ইসলামিক বই এত সুন্দর হতে পারে বলার বাহিরে! বোধের বাঁশি বাজাবে। চেরিফুলের সৌন্দর্য অনুভব করাবে। দ্বিতীয় বিয়ের মাধ্যমে অন্ত চক্ষু খুলে দিবে। অশ্রু ভেজা ডায়েরি মনে করে দিবে সেই প্রকৃতির প্রতিশোধ। সত্যিকারের মনস্টার কে তা চিনিয়ে দিবে। এই অংশে আমি চাচ্ছিলাম মেয়েটা যেন না লাফ দেই। প্রত্যকেটা অংশ ভাবনার অতলে তালিয়ে নিয়ে যাবে। লিখলে শেষ করতে পারব না।আমার যদি সামর্থ্য থাকত, আপনজনের প্রত্যেকে একটা কপি করে গিফট করতাম। পরিশেষেএটাই বলব, সত্যিই “গল্পগুলো অন্যরকম”! ইদানীংকালে বেশ কিছু বই পড়া হলেও, তেমন কিছু লেখা হয় না সেসব বই সম্বন্ধে। তবে ‘গল্পগুলো অন্যরকম’ বইটা নিয়ে লিখতে ইচ্ছে হলো। প্রায় পঁয়ত্রিশখানা ছোট ছোট গল্প দ্বারা সজ্জিত এই বই। স্পেশিয়ালি ‘আরিফ আজাদ’ ভাইয়ের জন্যই কেনা বইখানা। তবে বাদবাকি লেখকদের গল্পগুলিও বেস্ট। বিদেশী গল্পগুলো অত্যাধিক মাত্রায় বেস্ট বটে! সবাইকে সাজেস্ট করবো না, তবে হেদায়েতের পথে যারা নতুন কিংবা ঈমান দৃঢ় করতে চাচ্ছেন তাদের জন্য এই বইয়ের কিছু গল্প কাজে দিবে ইন শা আল্লাহ! বোধ জাগিয়ে তোলা, মৃত্যুর সৌন্দর্য, হেদায়েতের পথ, সদ্য ইসলাম গ্রহণ, মায়ের ভালোবাসা, বাবার যত্ন, একজন অবিবাহিতা অনাথ বোনের কষ্ট, ইসলামকে দূরে ঠেলে দিয়ে পুনরায় আবার সে পথে ফিরে আসা সবকিছুই যেন একেকটা অনুপ্রেরণা!
0 Comments: