Name of the book : বিশ্ব রাজনীতির ১০০ বছর
Author : তারেক শামসুর রেহমান
---------------------------------------------------------------------------------
"বিশ্ব রাজনীতির ১০০ বছর " গ্রন্থটি মূলত বিংশ শতাব্দীর ইতিহাসে সংঘটিত হওয়া ঘটনাবলির একটি সংকলন।
বিংশ শতাব্দীর যে বিষয়গুলো বিশ্বরাজনীতিতে আলোড়ন তুলেছিল, তা বিস্তারিত আলোচনা আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে। বিশেষ করে দু'দুটো বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পতন পর্যন্ত প্রতিটি বিষয়ে আলোচনা করা হয়েছে ।
চীনের সংস্কার কর্মসূচি ও আলোচনা থেকে বাদ যায়নি।
গ্রন্থটির দুটি উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে "নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা" এবং "পরিবেশগত সমস্যা", যা বিংশ শতাব্দীতে রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল।
আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা ,বাণিজ্যজোট হিসেবে এদেশের ভূমিকা সংগত কারণেই তাই আলোচনা করা হয়েছে।
অন্যদিকে "বিশ্ব পরিবেশগত সমস্যা" শীর্ষক অধ্যায়ে স্থান পেয়েছে বিশ্বের উষ্ণতা রোধে সংক্রান্ত " কিয়োটো " চুক্তি থেকে শুরু করে সর্বশেষ প্যারিস সম্মেলন বিষয়টি পর্যন্ত।
বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে।
" সভ্যতার সংকট " বিংশ শতাব্দীর শেষ দিনগুলোতে আলোচনার ঝড় তুলেছিল।তাই ঊনবিংশ অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করা হয়েছে ।
গ্রন্থটিতে প্রয়োজনে ব্যবহার করা হয়েছে প্রচুর সারণি।এর ফলে পাঠকেরাও তথ্য নিয়ে বিংশ শতাব্দীতে সংঘটিত বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করতে পারবেন।
গ্রন্থটি রাষ্ট্রবিজ্ঞান ,ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের জন্য একটি রেফারেন্স বই ।বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী গ্রন্থটি পাঠ করে উপকৃত হবেন।
সাধারণ পাঠক রাজনীতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
0 Comments: