প্রত্যাবর্তন (Protaborton) Arif Azad Books Free  PDF Download-ফ্রী পি ড এফ ডাউনলোড করুন

প্রত্যাবর্তন (Protaborton) Arif Azad Books Free PDF Download-ফ্রী পি ড এফ ডাউনলোড করুন

 



নাম : প্রত্যাবর্তন 

লেখক: আরিফ আজাদ

 প্রকাশনী: সমকালীন প্রকাশন 

প্রত্যাবর্তন (Protaborton) বই সম্পর্কেঃ ♦

 ডাক্তার শামসুল আরেফিন ভাইয়ের ‘টাইট্রেশন’ থিওরিটি চমৎকার লেগেছে। ফোটায় ফোটায় এসিড/ক্ষার যোগ করতে করতে শেষ ফোটায় গিয়ে যেমন রঙ বদলে যায়, হেদায়াত জিনিসটাও তেমন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাধ্যমে অনেক ফোটা দাওয়াত পেয়ে শেষ ফোটায় হয়ত একটা মানুষ যখন হেদায়াত পেয়ে যায়,

 কিন্তু ঐ প্রতিটি ফোটা তার জন্য জরুরী ছিলো। এজন্য আমাদের দাওয়াতের কাজে কখনো পিছিয়ে থাকা উচিৎ না, কাউকে ছোট্ট একটা ভালো কথা বলা, ছোট্ট একটা সুন্দর আচরন, একটা ইসলামী বই দেয়া, একটা ভিডিও ক্লিপ দেখানো, একটু তালীমে জুড়ে দেয়া, কিংবা একটি ভালো কথা, ভালো স্ট্যাটাস শেয়ার দেয়া, 

নিখাদ আল্লাহর উদ্দেশ্যে যদি হয়, তবে লোকলজ্জার ভয়ে পিছিয়ে থাকা অনুচিত। এই আমরা নিজেরাই জানিনা, আমার কোন সামান্য কথাটি কারও জন্য হিদায়াতের টাইট্রেশনের প্রথম কিংবা কারও জন্য শেষ ফোটা হয়ে যেতে পারে। আর হ্যা, একটি মানুষ দ্বীনের পথে উঠে যাওয়া মানে? আরবের একটি লাল উটের চেয়েও…. প্রত্যাবর্তন বইটির শর্ট পিডিএফ ডাউনলোড করুন

নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে

কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন



আরিফ আজাদ

 আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ।


 ১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। 


আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।


Previous Post
Next Post

post written by:

Siddikur Rahman Rayhan from Bangladesh is a versatile individual with a keen interest in technology, cricket, politics, and Islamic studies. With a strong academic background and proficiency in multiple languages, he excels in blogging, YouTube, web development, Graphix Design and content creation. Skilled in video editing, meme generation, and photography, Rayhan is dedicated to personal and professional growth, seeking connections with like-minded individuals to support his endeavors.

0 Comments: