শবে বরাত নিয়ে আমাদের সমাজে নানারকম কথা প্রচলিত আছে। এতে যেমন বিভিন্ন রকমের রুসুম-রেওয়াজ রয়েছে, তেমনই রয়েছে এতে অনেক ধরনের শিরক-বিদআতের ছড়াছড়ি।
নানা মতের নানা মানুষ এসব বিষয়ে না কোনো বিজ্ঞ আলিমের কথা শুনতে চায় আর না চায় মাসআলার দলিল জানতে। তারা কেবল দেখে, সমাজের লোক কী করে বা অর্ধশিক্ষিত অমুক হুজুর কী বলে। এভাবেই মানুষ সঠিকটা না জেনে এবং জানার চেষ্টাও না করে বাপ-দাদার আমলের দোহাই দিয়ে জীবন পার করছে। মৃত্যুর পর এ ধরনের মানুষের কোনো ওজর শোনা হবে না। যারা দুনিয়ার সব বিষয়ে মন্দ থেকে ভালোটা বেছে নিতে পারে, ভেজাল থেকে খাঁটিটা আলাদা করতে পারে, সে-ই তারাই এসে দ্বীনের ব্যাপারে হয়ে যায় গো-বেচারা টাইপের। দ্বীনের ব্যাপারে এ উদাসীনতা কখনো গ্রহণযোগ্য নয়। আমাদের অবশ্যই এ ব্যাপারে সতর্ক ও সচেতন হওয়া দরকার যে, আমাদের আকিদা-বিশ্বাস ও ইমান-আমল ঠিক আছে কি না।
বস্তুত আখিরাতে মুক্তির জন্য শিরকমুক্ত তাওহিদ ও বিদআতমুক্ত আমলের কোনো বিকল্প নেই। তাই যত কষ্টই হোক না কেন, আমাদের এ দুটি বিষয়ে নিজেদের সবটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করতে হবে। আল্লাহ আমাদের বুঝার ও মানার তাওফিক দান করুন।
ইসলামি বইয়ের এবারের পরিবেশনা “শবে বরাত : প্রান্তিকতামুক্ত প্রামাণ্য একটি পর্যালোচনা”। (২য় সংস্করণ)
বইটির পিডিএফ আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বইটি আপনারা বিনামূল্যে পড়তে পারবেন ও আমাদের আপলোডকৃত পিডিএফে কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন-বিয়োজন ও সর্বপ্রকার ঘষামাজা ব্যতীত আমাদের গ্রুপের কার্টেসি ও লিঙ্কসহ ফেইসবুক গ্রুপ বা আইডিতে প্রচার করতে পারবেন। তবে কোন ওয়েবসাইটে আপলোড করতে হলে বা প্রিন্ট করতে হলে আমাদের থেকে অনুমতি নিতে হবে।
বইটিকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যেসব ভাইয়েরা পরিশ্রম করেছেন, আপনাদের নেক দুআয় তাদের কথা স্মরণ রাখবেন।
বইয়ের নামঃ শবে বরাত : প্রান্তিকতামুক্ত প্রামাণ্য একটি পর্যালোচনা
লেখকঃ মুফতি তারেকুজ্জামান
প্রকাশনায়ঃ ইসলামি বই
পিডিএফ লিঙ্কঃ
ফেইসবুক থেকে : https://www.facebook.com/groups/islamiboiBD/permalink/3760691264038370/
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
0 Comments: