বর্ণনা এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি সিয়াম বিষয়ে একটি অনবদ্য রচনা, যাতে নিম্নের বিষয়গুলো স্থান পেয়েছে: ১.রমজান মাসের ফযীলত, ২.সিয়ামের ফযীলত, ৩.রমজান মাসে যে সকল নেক আমল করা যায়, ৪.সিয়ামের হেকমত,লক্ষ্য ও উপকারিতা, ৫.সিয়ামের আদব, ৬. সিয়াম পালন যাদের উপর ফরয, ৭.সিয়াম ভঙ্গকারী বিষয়াবলী, ৮. যে সকল বিষয় সিয়াম ভঙ্গ করে না, ৯.রমজানের শেষ দশকের ফযীলত ও তাৎপর্য, ১০.ইতিকাফের তাৎপর্য, উদ্দেশ্য ও বিধানাবলী, ১১.সদকাতুল ফিতর, ১২.ঈদের তাৎপর্য ও করণীয়, ১৩.অন্যান্য নফল সিয়াম বিষয়ক মাসআলা।
![রমাদান এর আধুনিক যুগের মাসায়েল পি ডি এফ ফ্রী রমাদান এর আধুনিক যুগের মাসায়েল পি ডি এফ ফ্রী](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvtKQ4AweTkk-ewksU6dOhtq1pY848cV1Oqi78fvyZc49G-XFPya9KH3BNpnFCBU8BKNCA9Wb2cE4v-QHy5-k85kUZJoWlEbfBZ57Uw7MqC6YMSin-SICSis2q6236S7MAAVf_RQ4VZQjT/w800/asdfghjk.jpg)
0 Comments: