আলোর যত কাছাকাছি থাকা যায় ততই আলোকিত হওয়া সম্ভব। আর মহানবী ﷺ এর সবচেয়ে বেশি নিকটবর্তী ছিলেন সাহাবায়ে কেরাম। পাপ-পঙ্কিলতায় ভরপুর এই যুগে নিজের ঈমানকে ঝালিয়ে নিতে জানতে হবে সাহাবীদের ঈমানদীপ্ত ঘটনাবলী। এই উদ্যোগে ১০৮ জন সাহাবীর জীবনের অনন্য শিক্ষামূলক ঘটনা নিয়ে ২খণ্ডে অনুদিত হয়েছে “সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন” বইটি।
.
সাহাবায়ে কেরাম বলতে আমরা বুঝি আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা, বিলাল, আনাস, খালিদ (রাদিয়াল্লাহু আনহু)— এরকম ১০-১২ জন সাহাবীর বাইরে বাকিদের ব্যাপারে তেমন জানি না। সাহাবীদের আলোচনায় ঘুরেফিরে শুধু উনাদের আলোচনাই আসে। কিন্তু এছাড়াও যে রয়েছে অসংখ্য নাম না জানা সাহাবী, যাদের সাথে পরিচয় করিয়ে দিবে বক্ষ্যমাণ গ্রন্থটি। এটি সাহাবীদের কোনো জীবনীগ্রন্থ নয়; সাহাবীর জন্মসন কবে, বাবার নাম, দাদার নাম, বংশপরিচয় এগুলো নিয়ে আলোচনা না করে সরাসরি চলে গেছে ‘টু দ্যা পয়েন্টে’ অর্থাৎ তাদের ঈমানের উপর দৃঢ়তা, দুনিয়া ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত, রাসূলের (স) প্রতি মহব্বত, সাহসিকতার সাথে লড়াই, ত্যাগ-তিতিক্ষার করুণাময় ঘটনাবলী, দ্বীনের স্বার্থে স্বীয় জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ না করার কাহিনী, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার সুমহান নিদর্শনসহ জীবনের এমনসব চমকপ্রদ স্বকীয় বৈশিষ্ট্য আলোচিত হয়েছে, যা পাঠকের ঈমানী চেতনাকে উজ্জ্বীবিত করবে। প্রত্যেক সাহাবীর পুরো জীবনের বাছাই করা ঘটনাগুলো ধারাবাহিকভাবে উঠে এসেছে। প্রত্যেক ঘটনা শুরুতে দেওয়া হয়েছে উক্ত সাহাবী সম্পর্কে ক্ষুদে-বার্তা। পাপের ঘুনে ধরা সেই জাহেল সমাজের আষ্টেপৃষ্ঠে আবদ্ধ জাতিকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার শীর্ষে তুলে কীভাবে কলুষমুক্ত পরশ পাথরে পরিণত করা হয়েছিল তার সুস্পষ্ট চিত্রাঙ্কন হয়েছে। একেকজন সাহাবীর জীবন এক ধরনের স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত আর তাদেরই স্বপ্নীল জীবনের সরল প্রবাহচিত্র অঙ্কিত হয়েছে বইটির পাতায় পাতায়।
প্রতিটি ঘটনার প্রানবন্ত আলোচনা মেলে ধরবে সাহাবীদের সাফল্যভরা জীবনের নিখুঁত মানচিত্র। শব্দের গাঁথুনি দিয়ে ঘটনাগুলোকে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তাদের ঈমানী তেজ দেখে কেবল বিস্মিত হওয়া আর নিজেও তাদের মতো হওয়ার স্বপ্ন বুনতে শুরু করা ছাড়া উপায় থাকবে না, ইনশাআল্লাহ। সুগঠিত ভাষাশৈলী, অভিনব উপস্থাপনা এবং ভাবনাঋদ্ধ বিষয়বৈচিত্র্য চুম্বকের মতো আকর্ষণ করবে তাদের ব্যাপারে আরো জানতে। কত সময় ধরে যে বইয়ে বুদ হয়ে থাকবেন টেরই পাবেন না। উপরন্তু রয়েছে নির্ভরযোগ্য তথ্যসূত্রও। প্রতিটি ঘটনার হৃদয়গ্রাহী চিত্রায়ন গাফেল হৃদয়কে নমনীয়তায় পূর্ণ করে তাদেরই আদর্শে নিজেদের গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।
১ম খন্ড
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে ...কিছু কিছু বই এর পিডিএফ নেই তবে তা পড়তে পার বেন
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে...ভুলের জন্য ক্ষমা করবেন
২য় খন্ড
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে ...কিছু কিছু বই এর পিডিএফ নেই তবে তা পড়তে পার বেন
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে...ভুলের জন্য ক্ষমা করবেন
Siddikur Rahman Rayhan from Bangladesh is a versatile individual with a keen interest in technology, cricket, politics, and Islamic studies. With a strong academic background and proficiency in multiple languages, he excels in blogging, YouTube, web development, Graphix Design and content creation. Skilled in video editing, meme generation, and photography, Rayhan is dedicated to personal and professional growth, seeking connections with like-minded individuals to support his endeavors.
0 Comments: