বইঃ আল কুরআন এক মহাবিস্ময়।
লেখকঃ ড. মরিস বুকাইল , ড. কিথ এল. মূর , গ্যারি মিলার।
.
বর্তমান বিশ্বের এযুগ হলো আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। মূলকথা হলো এ যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ। যেখানে বিজ্ঞানের জয়জয়কার। আসলে যে বিজ্ঞান দিয়ে সবকিছুকে মাপা যায় তা নয়, এটা বিজ্ঞানীরাও স্বীকার করেন। তারপরেও কিন্তু কিছু মানুষকে বিজ্ঞান ছাড়া আপনি কিছুই বিশ্বাস করাতে পারবেন না। এ অবস্থায় তাঁদের মাঝে ধর্মকে কিভাবে উপস্থাপন করবেন? যে ধর্মকে আপনি মনেপ্রাণে ধারণ করেছেন। কিভাবে সত্য বলে প্রমাণিত করবেন?
.
বহু ধর্ম, বহু পবিত্র গ্রন্থ, বহু মহামানব। কে সঠিক? কোনটি সত্য? এ আলোচনায় যাবো না। ইসলাম ধর্ম নিয়ে বলি। যেই ধর্মটি নিয়ে গবেষণা করেছেন এবং করছেন মুসলমানদের চেয়ে অমুসলমানরাই বেশি। গবেষণা এখনো চলছে ভবিষ্যতেও চলবে। তবে যারা গবেষণা করেছেন তারা ইসলাম নিয়ে এবং পবিত্র ধর্মগ্রন্থ কুরআনকে নিয়ে কি মন্তব্য করেছেন?
.
বিখ্যাত ফরাসী চিকিৎসা বিজ্ঞানী ড. মরিস বুকাইলী, তার বিখ্যাত ❝The Bible, the Quran and Science❞ গ্রন্থে পবিত্র কুরআন সম্পর্কে বলেনঃ
❝The Quran does not contain a single statement that is assailable from a modern scientific point of view.❞
অর্থাৎ - ❝কুরআনে এমন একটি বক্তব্যও নেই যা আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আক্রমণযোগ্য হতে পারে।❞
.
এ বক্তব্যের কিছুকাল পরের কথা।
কানাডার, টরেন্ট বিশ্ববিদ্যালয়ের এনাটমি এবং অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস ড. কীথ এল. মূর কুরআনের ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণার পর মন্তব্য করেনঃ
❝It has been a pleasure for me to help clarifying statements in the Quran about human development. it is clear to me that these statements must have come to Muhammad (Pbuh) from god or Allah because almost all of this knowledge was not discovered until many centuries later.❞
অর্থাৎ - ❝মানুষের বেড়ে ওঠা সম্পর্কে কুরআনের বক্তব্য ব্যাখ্যা করতে পারায় আমি আনন্দিত। এটা আমার কাছে পরিষ্কার যে, এই বক্তব্যগুলি মুহাম্মদ (ﷺ) এঁর নিকট খোদা বা আল্লাহর নিকট থেকে এসেছে। কারণ, এই জ্ঞানের প্রায় সবটাই অনেক শতাব্দী পরে ছাড়া আবিষ্কৃত হয়নি।❞
.
এমন আরো অনেক অনেক অমুসলিম বিজ্ঞানী রয়েছেন যারা ইসলাম নিয়ে কুরআন নিয়ে গবেষণা করে এটিই স্বীকার করেছেন ইসলাম সত্য ধর্ম এবং কুরআন আল্লাহর বাণী ছাড়া আর কারো হওয়ার প্রশ্নই আনার সুযোগ নাই। সাধারণ মানুষের মত নয় এ কথাগুলো বিজ্ঞানীদের পক্ষ থেকে আসার পরেও বিজ্ঞানের ধ্বনী তোলা কিছু মানুষ স্রষ্টাকে বিশ্বাস করে না। তাদের ব্যাপারে বলতে হয় অতঃপর তাদেরকে তাঁদের মত করে চলতে দিন। এমন মানুষ যুগে যুগে ছিল এবং যুগে যুগে থাকবে।
.
বইটি সম্পর্কে বলি।
বইটিতে যে তিনজনের আলোচনা স্থান পেয়েছে তাঁদের মধ্যে দু'জন হলেন আধুনিক বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ড. মরিস বুকাইলি ও ড. কিথ এল. মূর এবং অপরজন হলেন কানাডার খ্যাতিমান সাংবাদিক গ্যারি মিলার। যেখানে ড. বুকাইলি আলোচনা করেছেন - আল কুরআন ও আধুনিক বিজ্ঞান বিষয় নিয়ে, ড. মূর আলোচনা করেছেন আল কুরআনে ভ্রূণতত্ত্ব সম্পর্কে এবং গ্যারি মিলারের আলোচনা হলো - আল কুরআন এক মহাবিস্ময়।
.
বইটি সম্পর্কে প্রকাশকের অভিমত হলোঃ
❝আল কুরআন যাদের কাছে আসমানি বাণী বলে বিবেচিত, এই প্রবন্ধ তাদের বিশ্বাসের ভিত আরো মজবুত করে দেবে। যারা বিশ্বাস ও বিজ্ঞানের টানাপোড়নে হয়রান-পেরেশান, আশা করা যায়, এই প্রবন্ধ তাদের দোদুল্যমানতা দূর করতে পারবে। যারা নিজেদেরকে মুক্তচিন্তার ধারক বলে দাবী করেন, তাদের দাবী যথার্থ হলে এটি তাদেরকে নতুন করে ভাবতে উদ্ধুদ্ব করবে।❞
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
0 Comments: