বই : প্রোডাক্টিভ রামাদান সংকলন , সম্পাদনা : মওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ  অনুবাদক : মওয়াহহিদ মুহাম্মাদ , মুহাম্মাদ নাফিস নাওয়ার , নাফিসা কবীর , সামী মিয়াদাদ চৌধুরী , মাসউদ রহমান , তানজিনা তাসনীম ।

বই : প্রোডাক্টিভ রামাদান সংকলন , সম্পাদনা : মওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ অনুবাদক : মওয়াহহিদ মুহাম্মাদ , মুহাম্মাদ নাফিস নাওয়ার , নাফিসা কবীর , সামী মিয়াদাদ চৌধুরী , মাসউদ রহমান , তানজিনা তাসনীম ।


📚 এক নজরে বইটি 📚 : 

       _____________

     📖 বই : প্রোডাক্টিভ রামাদান 

      🖊️ মুহাম্মাদ ফারিস , আলি হাম্মুদ প্রমুখ 

     🖊️সংকলন , সম্পাদনা : মওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ 

     🖊️ অনুবাদক : মওয়াহহিদ মুহাম্মাদ , মুহাম্মাদ নাফিস নাওয়ার , নাফিসা কবীর , সামী মিয়াদাদ চৌধুরী , মাসউদ রহমান , তানজিনা তাসনীম । 

   📚 পৃষ্ঠা সংখ্যা : ১৯৬ 

   📚মুদ্রিত মূল্য : ২৪০ টাকা 

   📚 প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২১ 

   📚 প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ প্রকাশন ।


 প্রারম্ভিক কথন : 

       ______________

       ইসলামের মূল স্তম্ভ বা খুঁটি গুলোর  মধ্যে সিয়াম ( রোজা ) অন্যতম । সিয়াম সাধনার মাসকেই বলা হয় রামাদান । প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম , নর - নারীর উপর আল্লাহ রামাদানের এক মাস ত্রিশ টি সিয়াম ( রোজা ) ফরয ইবাদত করেছেন । আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই রামাদান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন । তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও নেকী লাভের সুববর্ন সুযোগ করে দিয়েছেন আল্লাহ এই রামাদান মাসকে । এই রামাদান এই গুনাহ্ গার বান্দা আল্লাহর প্রিয় পাত্রে পরিনত হতে পারে ঈমান , আমল, তাকওয়া , নেকী অর্জন , গুনাহ্ ও পাপ কাজ বর্জনের  মাধ্যমে সারা বছর সেই অর্জিত তাকওয়া অবলম্বন করে । আল্লাহ তাআলা রামাদানের সিয়াম গুলোর পুরস্কার সয়ং দিবেন । জান্নাতের একটি আলাদা দরজা থাকবে যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করতে পারবে ( সুবহানাল্লাহ )। রামাদানের দিনগুলোতে আল্লাহ তায়ালা সকল আমল , ইবাদতের নেকী বহুগুণ বাড়িয়ে দেন । তাই মুসলিমদের জন্য রামাদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম । তার জন্যে আমাদের অবশ্য কর্তব্য হলো রামাদান কে ঈমান - আমলে মনোযোগী হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা । এমন টা কেবল তখনি সম্বভ যখন রামাদানকে নিজেদের আমলের দিক দিয়ে প্রোডাকটিভ রাখতে পারবো টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে । আল্লাহ তাআলা আমাদের আসন্ন রামাদানের সিয়াম পালন সহ অন্যান্য সকল সুন্নাত , ওয়াজিব , নফল ইবাদত গুলো করার তৌফিক দান করুন । আমীন । 

🍁  লেখক পরিচিতি : 

      _______________

    ' প্রোডাক্টিভ রামাদান ' বইটির লেখক বৃন্দ হলেন : 

১. মুহাম্মাদ ফারিস , 

২.আল হাম্মুদা

৩. আমিন খান , 

৪.  করিম এলসাইড ,

৫. ড. আয়িশাহ মুহাম্মাদ , 

৬. রুকাইয়া ডেভিডস , 

৭. জারা চৌধুরী ,

৮. ড. উসমান আদম ,

৯. নাদিম কামাল , ও

১০. মারিয়া নাসির । 

সম্মানিত লেখক বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম ও সকলের মেলবন্ধনের এক বৃহৎ সমাবেশ ঘটিয়েছেন বইটিতে । পাঠকেরা বইটি পাঠ করে তাদের কাঙ্ক্ষিত জ্ঞান পিপাসা মিটাতে পারবেন ইন শা আল্লাহ । তাই দেরি না করে আগামী রামাদান চলে আসার আগেই বইটি পড়তে হলে নিজের সংগ্রহে নিয়ে আসতে হবে ।  

🍁  বইটিতে যা যা করতে থাকছে : 

       _________________________

                                         একনজরে সূচিপত্র ;

🔖 স্বপ্ন ভঙ্গের কারণ .......

🔖 রামাদানের প্রস্তুতি ..........

🔖 রামাদানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার ১০ টি মুলকারণ ...........

🔖  রামাদানের নির্ধারণ ...............

🔖 যেভাবে রামাদান সাফল্যমণ্ডিত করবেন ..........

🔖 একটি সফল রামাদান পরিকল্পনা ..........

🔖 রামাদানে হারিয়ে যাওয়া সুন্নাহ ........

🔖 রামাদানে যেভাবে কুরআন পড়বেন ..........

🔖 সফলতার পঞ্চতত্ত্ব...............

🔖 রামাদানে কখন কি দুআ করবেন .........

🔖 রামাদানে ফিটনেস ধরে রাখার উপায় ........

🔖 রামাদানের একটি আদর্শ রুটিন ........

🔖 রামাদানের খাদ্যাভ্যাস ............

🔖 রামাদানে যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নিবেন ........

🔖 রামাদানের মুহাসাবা ............

🔖  রামাদানের পরেও সুস্থ্য থাকার উপায় ..........

..........................

...................................

সর্বমোট  ১৮ টি প্রবন্ধ রয়েছে বইটিতে  সব গুলো লিখলাম না । সূচিপত্র দেখেই বুঝতে পারছেন বইটিতে একজন পাঠক কোন কোন বিষ়গুলো পাবেন । সব গুলো বিষয়ের চমৎকার আলোচনা রয়েছে বইটিতে । সম্পূর্ণ বইটি পড়তে অবশ্যই বইটি সংগ্রহ করুন ।

📚 বই কথন  📚 : 

      __________

    "  রামাদান মাস , এতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন সত্যাসত্য এর পার্থক্যকারী রূপে।"  ( সূরা,আল - বাকারা : ১৮৫ ) 

 এই আয়াতটা পুরো কুরআনের উদ্দেশ্য কে দুটো শব্দের ভেতর নিয়ে এসেছে ; প্রমান বা নিদর্শন আর হিদায়াত । 

যখন প্রশ্ন আসে কিভাবে রামাদানে আমরা কুরআনের সাথে পথ চলবো ; তখন ৩ টি বিষয়ের উপর মনোযোগ দিয়া উচিত : 

১. তিলাওয়াত ,

২. হিফয ও 

৩. কুরআনের উপর চিন্তা ভাবনা ও আমল ।

"কান্তির পরও সুখ থাকে , কষ্টের পরও স্বস্তি থাকে ; যদি সেই ক্লান্তি আর কষ্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে ।"

বই থেকে একটা অংশ তুলে ধরলাম , সম্পূর্ণ বইটিতে পাঠক এমন সব আলোচনা পাবেন । ইন শা আল্লাহ ।

🍁 প্রিভিউ কথন : 

      ____________

     ' প্রোডাক্টিভ রামাদান ' ---- বইটিতে লেখকবৃন্দ অত্যন্ত সুন্দর ও চমৎকার ভাবে তুলে ধরেছেন কিভাবে রামাদান মাস ও তার পরবর্তী দিনগুলোতে আল্লাহর ইবাদত অব্যাহত রাখা যায়। বইটিতে পাঠকবৃন্দ রামাদানের কার্যকরী দিক নির্দেশনা পাবেন , কিভাবে আমলে মনোযোগী হওয়া যায়  সেসকল বিষয় আলোকপাত করা হয়েছে প্রয়োজনীয় বিষয় গুলো গাইডলাইন হিসাবে এসেছে বইয়ে । তাই রামাদানের সেই ফযীলতপূর্ণ দিনগুলি যেনো আমরা সঠিকভাবে অতিবাহিত করতে পারি , সময়ের সঠিক ব্যবহার করতে পারি , ইবাদতে মনোযোগী হতে পারি ,  তার জন্য অবশ্যই সম্পূর্ণ বইটি একজন পাঠককে পড়তে হবে । দেরি না করে বইটি সংগ্রহ করে ফেলুন ইন শা আল্লাহ ।

🍁 বই পড়ে আমার অনুভূতি : 

      ______________________

     শর্ট পিডিএফ পড়ে সম্পূর্ণ বইয়ের প্রতি অনভূতি প্রকাশ করা যায় না ! পিডিএফ পড়াকালীন বারবার বইটা সম্পূর্ণ পড়ার তীব্র ইচ্ছা জাগ্রত হয় । যা কেবল সম্পূর্ণ বইটি পড়তে পারলেই মনের ইচ্ছা টা পূর্ণ হবে । বইটি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় লিখা । পাঠকের কাছে বইটি একটি কার্যকরী দিকনির্দেশনা হিসাবে গাইডলাইন হবে । ইন শা আল্লাহ । 

শর্ট পিডিএফ পরে বুঝতে পারলাম ' প্রোডাক্টিভ রামাদান ' বইটি রামাদানের গতানুগতিক বইগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন । 

রামাদানে আমরা অনেক সময়ই নানা রকম সমস্যার মুখোমুখি হই । যেমন :- 

📌 টাইম মেনেজমেন্টে সমস্যা ,

📌 খাওয়া - দাওয়া স্বাস্থ্যকর অভ্যাস মানি না ,

📌 শারীরিক পরিশ্রম কম হয় ,

📌ব্যয়াম করা হয় না , 

📌ঘুমের রুটিন ঠিক থাকে না  ইত্যাদি ।

রামাদানের দৈনন্দিন রুটিন অনুসরণ করতে পারি না । ফলে আমরা রামাদানের ফযীলত , নেকী অর্জন করতে ব্যর্থ হই । 

 ' প্রোডাক্টিভ রামাদান ' বইটিতে  এসকল সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথ বাতলে দিয়া হয়েছে । ইন শা আল্লাহ । 

🍁 যে কারণে বইটি রামাদানের প্রস্তুতির জন্যে উপকারী হবে : 

     ________________________

    শর্ট পিডিএফ পড়ে আমার মনে হয়েছে বইটি রামাদানের প্রস্তুতির জন্য উপকারী । কারণ গুলো হলো : 

১. রামাদানে একজন মুসলিমের করণীয় - বর্জনীয় বিষয়গুলো বইটিতে আলোকপাত করা হয়েছে ,

২. টাইম মেনেজমেন্ট যা খুবই প্রয়োজনীয় রামাদানের দিনগুলিতে ,

৩. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর দিকনির্দেশনা রয়েছে , 

৪. ফিটনেস ধরে রাখার উপায় সমূহ বর্ণনা করা হয়েছে ,

৫. রামাদানের পরেও কিভাবে কুরআনের সাথে সম্পর্ক বজায় রাখা যায় সেইসকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে । 

৬. রামাদানের আত্মপর্যালোচনা ।

🍁 রমাদানের লক্ষ্য ও  মুহাসাবা সম্পর্কে যা জানতে পেরেছি : 

     _________________________

    ' প্রোডাক্টিভ রামাদান ' বইটিতে লেখকবৃন্দ ' মুহাসাবা ' বলতে আত্মপর্যালোচনা করাকে বুঝিয়েছেন ।   নিজের কাজের হিসাব নিজে নিজে করা যা দৈনিক আমাদের প্রত্যেকের করা উচিৎ । মাসব্যাপী যেনো আমাদের আমলে ভাটা না পরে সেইজন্যে আমাদের  উচিৎ রামাদানের প্রতিটি দিনই নিজের হিসাব নেওয়া ।  

যেমন : রমজানের প্রথম দিনের মুহাসাবা হবে এমন ; 

✅ সিয়াম রাখার জন্য নিজের নিয়ত বিশুদ্ধ করা । শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখা । 

✅ সেহরীতে উঠার জন্য অনেকগুলো অ্যালার্ম সেট করা । সেহরী খাওয়া সুন্নাহ তা যেনো মিস না হয় কোনোভাবে । 

✅  প্রতিদিন কুরআন তিলাওয়াত এর জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা । 

এভাবে আমাদের রামাদানের প্রতিটি দিন আত্মপর্যালোচনার মধ্যে নিতে হবে । ইন শা আল্লাহ ।

কোনোভাবেই যেনো আমরা রামাদানের লক্ষ্যগুলো অর্জন করা থেকে পিছিয়ে না যায় , অলসতা না আসে আমাদের আগামী রামাদানে আল্লাহ তায়ালা    তৌফিক দান করুক । আমিন ।

🍁 যাদের জন্য বইটি : 

      ________________

      একজন মুসলিম হিসাবে প্রত্যেকের ' প্রোডাক্টিভ রামাদান ' বইটি পড়া উচিত । কেননা রামাদানের গুরুত্ব অপরিসীম যা কেও জানে না আল্লাহ তায়ালা জানেন শুধু তিনি এর প্রতিদান দান করবেন আখিরাতের দিন সেই বিচার দিবসে । আল্লাহ আমাদের কবুল করুন সেই তৌফিক দান করুন । আমিন । 

______________________________________________________________


যখন বই টির পি ডিএফ পাবো আপ্লোড দিব ইনশাল্লাহ

নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে

কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন

Previous Post
Next Post

post written by:

Siddikur Rahman Rayhan from Bangladesh is a versatile individual with a keen interest in technology, cricket, politics, and Islamic studies. With a strong academic background and proficiency in multiple languages, he excels in blogging, YouTube, web development, Graphix Design and content creation. Skilled in video editing, meme generation, and photography, Rayhan is dedicated to personal and professional growth, seeking connections with like-minded individuals to support his endeavors.

0 Comments: